রাণীনগরে এ্যাম্পুলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হকা গ্রেফতার

নওগাঁর রাণীনগরে নেশা জাতীয় ১৩ পিস ইনজেকশন এ্যাম্পুলসহ মোজাম্মেল হক হকা (৫৫) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃত মোজাম্মেল হক হকা উপজেলার সদর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মৃত মকিম উদ্দিনের ছেলে। রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, সদরের রেলগেটের পেট্রল পাম্প এলাকায় মাদক বেচা কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় সেখানে অভিযান চালানো হয়। এ সময় কুখ্যাত মাদক ব্যবসায়ী মোজাম্মেল হক হকাকে আটক করে পুলিশ। আটককালে তার কাছ থেকে নেশা জাতীয় ইনজেকশন ১৩ পিস এ্যাম্পুল, মাদক বিক্রির ২০০ টাকা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃতের বিরুদ্ধে মামলা রুজু করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। আটক মোজাম্মেল হক হুকার বিরুদ্ধে ১১ টি মামলা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে বলেও জানিয়েছেন ওসি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *