রাণীনগরে একডালা ইউনিয়নের উন্মক্ত বাজেট ঘোষণা

নওগাঁর রাণীনগর উপজেলার ৭নং একডালা ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে একডালা ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ হলরুমে এক সভায় বাজেট ঘোষণা করেন একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি: মো: শাহজাহান আলী।

এ সময় একডালা ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের জন্য ২৪ লাখ ৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়।

অনুষ্ঠিত বাজেট সভায় ইউনিয়ন পরিষদের সচিব সেলিনা আক্তার বানু, ইউপি সদস্য আব্দুল লতিফ, আব্দুল আলিন আপেল, ফরিদ মন্ডল, হাসান আলী মোল্লা, ফরহাদ আকন্দ, মামুনুর রশিদ, আমজাদ হোসেন, রকি হোসেন, স্বপন কুমার দেবনাথ, সংরক্ষিত নারী সদস্য সিমা বিবি, রকি খাতুন, নাসিমা বিবি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *