রাণীনগরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার


নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৩১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হামিদা বেগম (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোনা মধ্যপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হামিদা বেগম গোনা মধ্যপাড়া গ্রামের এমদাদুল হকের স্ত্রী। রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ওই নারী এলাকায় মাদক ব্যবসা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। অভিযানে হামিদা বেগমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাকে তল্লাশি করে পরনের ওড়নায় গিট বাঁধা অবস্থায় ওড়না থেকে ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। তিনি আরও জানান, গ্রেফতারকৃত ওই নারী হামিদার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।