নওগাঁর রাণীনগর উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এদিন সকালের উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, রাণীনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ (অব:) মোফাখখার হোসেন খান পথিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব মুক্তিযোদ্ধা এ কে আকরাম হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্য প্রধান শিক্ষক (অব:) আবু বকর ছিদ্দিক, নাজিয়া খাতুন ও অনিক কুমার প্রাং, প্রভাষক শাহনাজ বেগম এবং রোভার গোলাম রাব্বী মাঝি প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।