নওগাঁর রাণীনগর উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গনে রাণীনগরের ইউএনও শাহাদত হুসেইনের সভাপতিত্বে ফিতা কেটে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল। এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আমিনুল কবির, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি মোসাদ্দেক হোসেন, সাধারণ সম্পাদক সীতানাথ ঘোষ সহ অনেকেই। সংশ্লিষ্টরা জানান, এবার সরকারের নির্ধারিত মূল্যে কৃষকদের নিকট থেকে প্রতি কেজি ধান ২৭ টাকা হিসেবে ২৫৮০ মেট্টিক টন ধান ও প্রতি কেজি সিদ্ধ চাল ৪০ টাকা হিসেবে ২৮৫৫ মেট্রিক টন চাল মিলাদের নিকট থেকে সংগ্রহের লক্ষে এই অভিযান শুরু করেছে উপজেলা খাদ্য বিভাগ। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার কাজী রাজীব চাল কলের মালিক আশিক আহমেদ রাজীব ৯ মেট্টিক টন সিদ্ধ চাল সরবরাহ করেন।