রাণীনগরে অবৈধভাবে নিকাহ রেজিস্ট্রি করার অভিযোগ মোজাফ্ফরের বিরুদ্ধে

নওগাঁর রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নে অবৈধভাবে নিকাহ রেজিস্ট্রি করার অভিযোগ উঠেছে মোজাফ্ফর হোসেন বিরুদ্ধে। এমন অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দায়ের করা হয়েছে। মোজাফ্ফর হোসেনকে “ভুয়া” নিকাহ রেজিস্ট্রার হিসেবে আখ্যায়িত করে গত বৃহস্পতিবার বিকেলে কাশিমপুর ইউনিয়নের “বৈধ” নিকাহ রেজিস্ট্রার দাবিদার বেলাল হোসাইন এই অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, রাণীনগর উপজেলার ২নং কাশিমপুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মোজাফ্ফর হোসনের লাইসেন্স গত ২০১১ ইং সালের ২০ ফেব্রুয়ারী বাতিল হয়।
এরপর বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক বিচার শাখা ৭ হতে একই বছরের ৬ সেপ্টেম্বর বেলাল হোসাইন নিয়োগ পান। এরপর মোজাফ্ফর হোসেন ওই বছরেই হাইকোর্ট বিভাগে দুইটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং ৭৬৯/১১ ও ১০২৩৯/১১। অভিযোগে “বৈধ” কাজী দাবিদার বেলাল হোসাইন দাবি করে বলেন, চলতি বছরের ২২ জুন মোজাফ্ফর হোসেনের দায়ের করা দুইটি মামলা হাইকোর্ট বিভাগের ২০ নং কোর্টে বিচারপতি জনাবা নায়মা হায়দার এবং বিচারপতি জনাব মো: খায়রুল আলম খারিজ করে দেন।
কিন্তু মোজাফ্ফরের লাইসেন্স বাতিল হওয়া চিঠি অনুযায়ী নিকাহ রেজিস্ট্রার ও নথিপত্র অফিসে জমা দেওয়ার নির্দেশ থাকলেও এখন পর্যন্ত নথিপত্র জমা না দিয়ে এবং কাউকে তোয়াক্কা না করে (ভূয়া) কাজী মোজাফ্ফর এলাকায় নিকাহ রেজিস্ট্রি কার্যক্রম অব্যাহত রেখেছেন। এতে কাশিমপুর ইউনিয়নের সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে। তাই সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে এবং মোজাফ্ফর হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বৃহস্পতিবার বিকেলে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগে দায়ের করেছেন।
এ ব্যাপারে অভিযুক্ত মোজাফ্ফর হোসেন বলেন, গত ২২ জুন মামলার দিন ধার্য ছিলো। কিন্তু কি হয়েছে তা বলতে পারছিনা। তবে মামলা খারিজ বা নিকাহ রেজিস্ট্রি বই, নথিপত্র জমা দেওয়ার কোন চিঠিপত্র পাইনি। যদি মামলা খারিজই হয়ে থাকে তাহলে আপিল করা হবে। এ ব্যাপারে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, মোজাফ্ফর হোসেনের বিরুদ্ধে বেলাল হোসাইন একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *