রাজধানীতে সংঘবদ্ধ আন্তঃজেলা গাড়ি চোরচক্রের মূলহোতাসহ ০৫ সদস্য’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪ চোরাইকৃত ০৪ টি পিকআপ উদ্ধার

সম্প্রতি র‌্যাব-৪ এর কাছে গাড়ি চুরির বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে তদন্তকালে কয়েকজনের সংঘবদ্ধ একটি গাড়ি চোরচক্রের সন্ধান পায়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে গতকাল ১১ আগস্ট ২০২১ ইং তারিখ রাত আনুমানিক ০৩.৩০ ঘটিকা হতে দুপুর ১২.৩০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-৪ এর একটি আভিযানিক চৌকস দল রাজধানী ঢাকার দারুস সালাম থানাধীন বেরিবাধ এলাকায় অভিযান পরিচালনা করে চোরাইকৃত ০৪ টি পিকআপসহ সংঘবদ্ধ আন্তঃজেলা গাড়ি চোরচক্রের ০৫ জন সদস্যকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সুখে জানানো হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *