প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ২:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৭, ২০২৩, ৯:১৩ অপরাহ্ণ
রাঙ্গাবালীতে ৩ কেজি গাঁজা সহ আটক এক
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৩কেজি গাঁজা সহ মোঃ ইউনুচ (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ জানুয়ারি) সকালে রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদয়িা ইউনয়িনের ০১ নং ওর্য়াড কোড়ালিয়া লঞ্চঘাট স্থানে বশির হাওলাদারের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপরে অবস্থানকালে অভিযান পরিচালনা করে মোঃ ইউনুচ নামের এক মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন রেগুলার আইনের মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত হলেন উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ০১ নং ওর্য়াড কোড়ালিয়া গ্রামের মৃত্যু আব্দুল জলিল হাওলাদারের ছেলে মোঃ ইউনুচ হাওলাদার। সহকারী উপ-পরিদর্শক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালী সার্কেল কলাপাড়া ইসমাইল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোড়ালিয়া লঞ্চঘাট স্থানে মোঃ বশির হাওলাদারের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপরে অবস্থানকালে মোঃ ইউনুচ হাওলাদারের দেহে তল্লাশী করে তার ডান হাতে রক্ষিত একটি কালো রংয়ের স্কুল ব্যাগের ভিতরে তিন কেজি গাজা পাওয়া যায় এ সময় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইউনুচ হাওলাদারের বিরুদ্ধে অবৈধ গাঁজা বিক্রির অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত