বড্ড ভয় পাই আমি
বৃষ্টিতে
কারণ বৃষ্টির রহস্য
অজানা
এই বৃষ্টি কখন যে
কল্যাণের
কখন যে ত্রাসের সে
বিষয়ে আমি অজ্ঞাত।
তেমনই ভয় পাই রাগী
লোককে
রাগী লোক ভয়ংকর
বজ্রপাতের মতোই
অনিশ্চিত
রাগী লোক কখনোই
মা বাবা হতে পারে না
রাগী লোক কখনোই
উত্তম সন্তান হতে
পারে না
রাগী লোক কারো ভাই
অথবা বোন হতে পারে
না
রাগী লোকের কাছে
নিজের জেদ ও
অহংকার
সবচেয়ে আপনজন-
এরা ভয়ংকর যতটা
ভয়ংকর পাগলা কুকুর
এরা চেঁচা-মেচি করে
লোক জড়ো করে
আনন্দ পায়
এরা নিজেদের
ধৈর্যশীল প্রমাণে ব্যস্ত
থাকে
এরা ভালোবাসাকে
অত্যাচার মনে করে
শাসন করাকে তারা
নিজেদের অধিকার
ভাবে
নিজেদের সিদ্ধান্তে
তারা অটল থাকে
পৃথিবী শুদ্ধ লোক
তাদের বিপরীতে
তবুও নিজেদের
ধারণাই শ্রেষ্ঠ বলে
বিশ্বাস করে
এরা নিজেদের
পাগলামিকে
ভালোবাসে
এদের পাগলামি সহ্য
করার বিপক্ষে যারা
তারাও ভয়ংকরভাবে
পাগলামি আরম্ভ করে
ক্রমান্বয়ে এদের সংখ্যা
বাড়তে থাকে
এরা নির্লজ্জ হওয়াতে
যে কোনো খারাপ
কাজে
অংশগ্রহণ করে-
এদের দ্বারা খুন, ধর্ষণ,
লুটতরাজ, রাহাজানি
কিছুই
অসম্ভব নয়-
এরা নিজেদের স্রষ্টা
ভাবে
স্রষ্টার নেয়ামতকে
তারা অস্বীকার করে
নিজেদের সবসময়
তারা দুঃখী ভাবে
তাদের ক্রোধই তাদের
দুঃখী করে তোলে।