রংপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান রংপুর মেডিক্যাল কলেজ থেকে দালাল চক্রের ৬ জন গ্রেফতার করে

১৬/১১/২০২০ খ্রিঃ রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানাধীন মেডিকেল কলেজ থেকে দালাল চক্রের ০৬ সদস্যকে গ্রেফতার করা হয়। ঘটনার বিবরণীতে জানা যায়, রংপুর মহানগরী এলাকার রংপুর মেডিকেল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে প্রত্যহ যেসকল অসুস্থ রোগী আসে তারা নানাভাবে দালাল চক্রের সম্মুখীন হচ্ছে এবং এই দালাল চক্রের সদস্যরা চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের লোকজনদের জোড় করে/বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন ডাক্তার ও ক্লিনিক থেকে অন্য ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। উক্ত ঘটনার প্রেক্ষিতে, অদ্য ১৬/১১/২০২০ খ্রিঃ গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে, ইন্সপেক্টর (নিঃ) এবিএম ফিরোজ ওয়াহিদ, এসআই (নিঃ) মোঃ বাবুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স কং/ আনছার, কং/সারোয়ার, কং/আসলাম, কং/বাবুল এবং কং/ সুজনসহ কোতয়ালী থানাধীন মেডিকেল কলেজ হাসপাতালে আগত রোগী ও তাদের লোকজনের সাথে বাকবিতন্ডা করার সময় দালাল চক্রের ০৬ জন সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো- ০১। মোঃ আসাদ (৩২), ০২। মোঃ আলাউদ্দীন (২৫), ০৩। মোঃ মিলান (৩৫), ০৪। মোঃ রায়হান (২৫), ০৫। মোঃ তারিক (৩০) এবং ০৬। মোঃ মফিজ (৫৫)| পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আরপিএমপি কোতয়ালী থানায় রংপুর মহানগর আইন ২০১৮ এর ৭৮ ধারায় প্রসিকিউশন দাখিল করা হয়। উল্লেখ্য যে রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ধরনের অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রনে আরপিএমপি গোয়েন্দা বিভাগ( ডিবি) টিমের অভিযান অব্যাহত থাকবে যে কোন অপরাধ দমনে তথ্য দিন বা যোগাযোগ করুন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি)- (০১৩২০-০৭৩৬৬১)।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *