যুবদল নেতা ধনি হত্যার প্রতিবাদে নওগাঁর রাণীনগরে যুবদলের বিক্ষোভ


যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনির নৃশংস হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে নওগাঁর রাণীনগর উপজেলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শনিবার বেলা ১১ টায় উপজেলা যুবদলের আয়োজনে উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা যুবদলের আহবায়ক এমদাদুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক রোকুনুজ্জামান খাঁন রুকু, যুগ্ন আহবায়ক মোসারব হোসেন, আহবায়ক কমিটির সদস্য এসএম আল-ফারুক জেমস, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোজাক্কির হোসেন, আতিকুল ইসলাম জেমস, সিরাজে আলম সিরাজ,
ফরহাদ আলী মন্ডল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেলাল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন টনি, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি শামীম হোসেন প্রমূখ। বিক্ষোভ সমাবেশ বক্তারা সন্ত্রাসী কর্তৃক যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনির হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। এ সময় বিক্ষোভ সমাবেশ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং যুবদলসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।