যাত্রাপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা  অনুষ্ঠিত হয়েছে

বাগেরহাটের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে স্বচ্ছতা ও জবাব দিহিতা নিশ্চিত করণের লক্ষ্যে ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে বৃহস্পতিবার দুপুর ১২টায় অত্র ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট সভায় সভাপতিত্ব করেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মতিন।
ইউপি সচিব জয়দেব হুই এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন অত্র ইউনিয়ন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: জাহিদুল ইসলাম, এএসআই মামুনুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ নিজাম উদ্দিন, ইউপি সদস্য শেখ শামিনুল ইসলাম সেলিম, খান নাছির উদ্দিন, মনিরা বেগম প্রমূখ।
উন্মুক্ত বাজেট সভায় যাত্রপুর ইউনিয়নে ২০২১-২০২২ অর্থ বছরে ১কোটি ৬৮লক্ষ ৭৩হাজার ৬২০টাকা বাজেট ঘোষানা করা হয়েছে। 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *