যাও মাফ করে দিলাম, আজ বিশ্ব প্রাক্তন ক্ষমা দিবস

আজ ১৭ অক্টোবর, প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার দিন। ২০১৮ সালে যাত্রা শুরু হয় বিচিত্র দিবসটির। যার জিবন সব ভাল সে ফেরেশ্তা, যার জিবনে সব ভূল সে সয়তান, আর যার জিবনে ভূল ও আছে ভাল ও আছে সে মানুষ। মানুষ মাত্রই ভূল হয় এটা স্বাভাবিক। তবে একটু ভূলের জন্য সারাজীবন কারো উপর রাগ পোষণ করাটা নেহাতই বোকামি। ক্ষম করা মহৎ গুন।
সম্পর্কে জড়ালে অনেক সময় অনেক ঘটনাই ঘটে যায়। আপনি আপনার সঙ্গীর কাছে অনেক ভুল করছেন, হয়তো কোন আবেগে তাকে কষ্ট দিয়েছেন। এ রকম অবস্থায় হয়তো আপনার সম্পর্কটাই ভেঙে যেতে পারে। তবে আপনি যদি আপনার নিজের ভুল বুঝতে পেরে সঙ্গীর কাছে ক্ষমা চান তাহলে আপনার সমস্যা সমাধান হবে। যদি আপনি আপনার ভুল স্বীকার না করেন তাহলে আপনার এই ভুল সিদ্ধান্তের জন্য অনেক বড় ক্ষতি হতে পারে।
কবি জয় গোস্বামীর কবিতার মতো প্রাক্তনের প্রতি এমন অভিমান মেশানো জিজ্ঞাসা থাকে অনেকের। কিন্তু অধিকাংশেরই থাকে হাজারটা অভিযোগ, প্রবল ঘৃণা ও ক্ষমাহীন ক্ষোভ। হয়তো এই সব অনুভূতির পেছনের কারণগুলো যথার্থই যৌক্তিক। কিন্তু তা বলে অনুভূতিগুলো সারা জীবন ধরে পুষে রাখারও কি যৌক্তিক কারণ থাকে সব সময়? পুষে রাখা মানেই তো নিরন্তর মানসিক পীড়ন। চলে যাওয়া মানুষটিকে নিজের ভেতর ঘৃণায় বাঁচিয়ে রাখা শুধু। কেবলই যেন বুকের ওপর অনড় জগদ্দল পাথর চাপিয়ে রাখা। তার চেয়ে প্রাক্তনকে নিঃশর্তে ক্ষমা করে দিলে কেমন হয়! অসহনীয় অতীতকে ভুলে যাওয়ার ক্ষেত্রে এর চেয়ে সহজ পথ বোধ হয় কমই আছে।
সঙ্গীর কাছে ক্ষমা চাওয়ার সময় আন্তরিক হোন। তবে নিঃস্বার্থ আবেগ দিয়ে বলুন, ‘দুঃখিত, আমি ক্ষমা চাইছি।’ শুধু দুঃখিত বললেই চলবে না, যে বিষয়টি নিয়ে তাকে ভুল বুঝেছেন কিংবা কষ্ট দিয়েছেন সেই বিষয়টি বুঝিয়ে বলুন। ক্ষমা চাওয়ার সময় মনে মনে নিজেকে প্রস্তুত রাখুন। কেননা যার কাছে ক্ষমা চাইছেন, তিনি হয়তো আপনাকে ক্ষমা নাও করতে পারেন। তাকে ক্ষমা করার সময় দিন। ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে আশা করবেন না যে তিনি ক্ষমা করে দিয়েছেন। কখনও অজুহাত দেখাবেন না। আপনি যদি ক্ষমা চাওয়ার সময় অন্য একটি অজুহাত দেখান, তাহলে এর চেয়ে বড় ভুল আর হবে না। চলে গেছে যে মানুষ ফেরার আকুতিকে উপেক্ষা করে, যেতে দিন তাকে। প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার এই দিবসে আরেকবার মনে করুন। যা আছে অভিযোগ, ক্ষোভ কিংবা ঘৃণা—সব ভুলে গিয়ে বলে দিতে পারেন, ‘যাও, তোমাকে মাফ করে দিলাম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *