প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১১:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২০, ৮:৪২ পূর্বাহ্ণ
যশোর সদর উপজেলা নির্বাচনে ২ লাখ ৬৪ হাজার ভোটের ব্যবধানে নৌকা জয়ী
যশোর সদর উপজেলার চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নুরজাহান ইসলাম নীরা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। ১৭৫ কেন্দ্রে (নৌকা) ২ লাখ ৭৬ হাজার ১৫৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দি বিএনপির প্রার্থী নুর উন নবীর প্রাপ্ত ভোট (ধানের শীষ) ১২ হাজার ১৫৪। অর্থাৎ ২ লাখ ৬৪ হাজার ৪ ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী জয়ী হয়েছে। যশোর সদর উপজেলার উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন অফিসের হুমায়ন কবির বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন নৌকা প্রতীকের প্রধান নিবাচনী এজেন্ট অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকেল ৫টা পর্যন্ত। সকাল থেকে ভোটারের উপস্থিতি কিছুটা কম ছিল। নির্বাচনকে কেন্দ্র করে যশোর সদর উপজেলার সিরাজসিংহ গ্রামে ধানের শীষ ও নৌকা প্রতীকের সমথর্কের মধ্য সংঘর্ষে আতিয়ার রহমান ও ইউনুস আলী নামে দুইজন আহত হন। তবে তারা যশোর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত