প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১০:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২০, ১০:৩০ অপরাহ্ণ
যশোর সদর উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থী নীরা হৃদরোগে আক্রান্ত
যশোর সদর উপজেলা চেয়ারম্যানের শূন্য পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুরহাজাহান নীরা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তাকে প্রথমে যশোর আড়াইশ শয্যা হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।
জরুরী বিভাগের চিকিৎসক জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার্ড করা হয়েছে।জানা যায়, আজ রোববার(১৮ অক্টোবর) সন্ধ্যার আগমুহুর্তে শহরতলীর একটি স্থানে নির্বাচনী সভা চলছিল। এ সময় নুরজাহান নীরা হঠাৎ-ই মাটিতে পড়ে যান। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে যশোর আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করেন দলীয় নেতাকর্মীরা। এখানে প্রাথমিক চিকিৎসা দেন চিকিৎসকরা। কিছু সময় পর তাকে অক্সিজেন লাগিয়ে খুলনা মেডিকেলে পাঠানো হয়।
প্রসঙ্গত, যশোর সদর উপজেলা চেয়ারম্যানের শূন্যপদে আওয়ামী লীগ মনোনীত নুুরজাহান ইসলাম নীরা ও বিএনপি মনোনীত নূর উন নবী এবং স্বতন্ত্রভাবে জমা দিয়েছেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ ও যশোর জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন। পরে মোহিত কুমার নাথ ও সিরাজুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করেন। শেষ মুহুর্তে নির্বাচনী মাঠে আ’লীগের নুরজাহান নীরা ও বিএনপি’র প্রার্থী নূর উন নবী লড়ছেন। আগামী ২০ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত