যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নিহতদের পরিবারকে ৫০ লাখ করে ক্ষতিপূরণ দিতে রুল

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) তিন কিশোর হত্যার ঘটনায় প্রত্যেক পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে দেশের তিনটি শিশু উন্নয়ন কেন্দ্রে বিদ্যমান অনিয়ম ও সমস্যা দূরীকরণে পদক্ষেপ গ্রহণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, সমাজ কল্যাণ মন্ত্রণালয় সচিব, সমাজ সেবা অধিদফতরের মহাপরিচালক, যশোরের জেলা প্রশাসক, যশোর পুলিশ সুপার, যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের কর্তৃপক্ষকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে সোমবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী। ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী আইনি নোটিশের মাধ্যমে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চান। কিন্তু সে নোটিশের কোন জবাব না পেয়ে তিনি হাইকোর্টে ক্ষতিপূরণ চেয়ে এ রিট দায়ের করেন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *