যশোর মনিরামপুর থানা পুলিশের অভিযান ২,৫০গ্রাম গাঁজাসহ দুই জনকে ও এক পলাতক আসামীসহ গ্রেফতার ৩,


আজ সকাল সাড়ে দশটার দিকে যশোর মনিরামপুর থানা পুলিশের হাতে ২,৫০গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করে। এবং একজন কোট অমান্য করার অপরাধে আরও একজন কে গ্রেফতার করেছে মনিরামপুর থানা পুলিশ। যশোর জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন,পিপিএম, মহোদয় এর সুর্নিদিষ্ট দিক নির্দেশনা দেন যশোর জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে তারই ধারাবাহিকতায় হিসাবে মণিরামপুর থানার চৌকস অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে আজ সোমরস ০৮/১২/২০২০ ইং মনিরামপুর থানাধীন বিভিন্ন এলাকায় মাদক অভিযান চালান। এই সময় যশোর মনিরামপুর থানার চৌকস অফিসার গন উদ্ধার করেন ২৫ ০গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ২ জন কে গ্রেফতার করেন। এবং ০১ জন কোট অমান্যকারী আসামী কে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত আসামী গনদের বিরুদ্ধে দুই জনের মাদকদ্রব্য আইনে ব্যবস্থা গ্রহন করা হয় অপর আসামী কে কোট অমান্য কারিকে পর্থক্য পর্থক মামলায় অভিযুক্তদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।