যশোর গোয়েন্দা পুলিশ কতৃক ১৪০০ পিছ ইয়াবাসহ ৪ জন মাদক কারবারি আটক
জেলা শহর যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি)পরিদর্শক (নিঃ) রুপণ কুমার সরকার (পি.পি.এম) এর নেতৃত্বে এস.আই মোঃ শামীম হোসেন, এস.আই শফিকুল ইসলাম দ্বয়ের সমন্বয়ে একটি চৌকস টিম যশোর কোতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া গত ০৮/০৫/২১ খ্রিঃ তারিখ শনিবার ০৬:০৫ মিনিটে যশোর কোতোয়ালি মডেল থানাধীন মুসলিম একাডেমির সামনে পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মোছাঃ মনিরা বেগম,(২) মোঃ সজল মিয়া,(৩) মোঃ আবু মুসাদ কে ৫৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন এবং তাদের তথ্য মতে একই তারিখ রাত ১১:৪৫ মিনিটে সীতারামপুর মধ্যপাড়া হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (৪) মোঃ সবুর মীর (৪৮) কে ৮২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। আসামীরা অভিনব কায়দায় কালো স্কসটেপ দ্বারা ইয়াবা প্যাকেট করে খেজুর সদৃশ বস্তুর মতো করে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের দখলে রেখেছিল। গ্রেফতারকৃত আসামীর নাম-ঠিকানাঃ (১) মোছাঃ মনিরা বেগম (২২), স্বামী- মোঃ মাসুদ মিয়া, সাং- বীরামপুর। (২) মোঃ সজল ইসলাম (২১), পিতা- মোঃ নূর ইসলাম, সাং- ধানপট্রি ঘোপ জেলরোড। (৩) মোঃ সবুর মীর (৪৮), পিতামৃত- লুৎফর রহমান, সাং- সীতারামপুর। (৪) মোঃ আবু মুসা (২৪), পিতা- কামাল উদ্দিন, সাং- ডাকাতিয়া, সর্বথানা- কোতোয়ালি, জেলা – যশোর। উদ্ধার ও জব্দকৃত আলামতের বর্ননাঃ (১) ১,৪০০ (এক হাজার চারশত) পিস ইয়াবা ট্যাবলেট।যার বর্তমান মূল্য – ৪,২০,০০০/= (চার লক্ষ বিশ হাজার) টাকা। (২) ০১ টি নকিয়া মোবাইল সেট। (৩) ০১ টি প্লাস্টিকের আইস ক্রিমের খালি বক্স। এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।