প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৭:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২১, ১০:৫৯ অপরাহ্ণ
যশোরে ২৫০ গ্রাম গাঁজা এবং ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার।

গতকাল ০৮ ডিসেম্বর ২০২১খ্রিঃ বুধবার যশোরের গোয়েন্দা পুলিশ (ডিবির) এস.আই মোঃ সোলায়মান আক্কাস, এ.এস.আই মোঃ আশরাফুল ইসলাম, এ.এস.আই ইমদাদুল হক গনের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১৭:০৫ ঘটিকায় যশোর কোতয়ালী মডেল থানাধীন চাঁচড়া রায়পাড়া কয়লা পট্টি থেকে মোছাঃ শিলি বেগম (৫০), স্বামী-ছোরাপ হোসেন ছোট এর বসতবাড়ির সামনে পাঁকা গলি রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী ১) মোছাঃ শিলি বেগম (৫০), স্বামী-ছোরাপ হোসেন ছোট, সাং-চাঁচড়া রায়পাড়া কয়লা পট্টি,২) মোঃ মুন্না গাজী (৫৫), পিতামৃত- রহমান গাজী, মাতামৃত- গোলেজান বেগম, সাং-রেলগেট পশ্চিম পাড়া (জুলির বাড়ীর ভাড়াটিয়া), উভয় থানা-কোতয়ালী, জেলা-যশোর দ্বয়কে ৮০ পুরিয়া গাঁজা যার পরিমান ২৫০ গ্রাম এবং ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৩,০০০/- টাকা। এ সংক্রান্তে এস.আই মোঃ সোলায়মান আক্কাস বাদী হয়ে কোতয়ালী থানায় একটি এজাহার দায়ের করেন বলে সুএে জানানো হয়েছে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত