যশোরে ১৮ বোতল ফেনসিডিল ও একটি মটরসাইকেল সহ গ্রেফতার ০২


গতকাল বুধবার ১১ আগস্ট ২০২১ খ্রিঃ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) যশোরের এস.আই শাহীনূর রহমান এবং এ.এস.আই এসএম ফুরকানের সমন্বয়ে একটা চৌকস টিম চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১৫:৩০ ঘটিকায় যশোর চৌগাছা থানাধীন দীঘল সিংহ মালোপাড়া গ্রামস্থ জনৈক হাফিজুর রহমানের মুদিখানার দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক কারবারি (১) মোঃ আজিজুর রহমান (৩৮), পিতামৃত – শহিদুল্লাহ, সাং-দীঘলসিংহ মালোপাড়া, (২) মোঃ লিখন(১৯), পিতামৃত- আব্দুস সামাদ, সাং-হুদা চৌগাছা, উভয়থানা-চৌগাছা, জেলা- যশোরদ্বয়কে ১৮ (আঠার) বোতল ফেনসিডিল ও একটি মটরসাইকেল সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ মটরসাইকেলের মূল্য আনুমানিক ১,৮৪,০০০/= টাকা। ১নং আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ০৫ টা মাদক মামলা ও ২ নং আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ০১ টা মাদক মামলা রয়েছে। এ সংক্রান্তে এ.এস.আই এসএম ফুরকান বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দায়ের করেছেন।