যশোরে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন করতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ টহল

চলমান করোনা সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউন। আর এই চলমান কঠোর লকডাউন কার্যকর করতে মাঠে রয়েছে বাংলাদেশ পুলিশ প্রসাশন। করোনার সেই প্রথমধাপ থেকেই সংক্রমণ হতে দেশ ও দেশের জনগণকে সুরক্ষিত রাখতে প্রথম সারির সম্মুখযোদ্ধা হিসাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে দিন-রাত কাজ যাচ্ছে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য। সারা দেশের ন্যায় যশোর জেলাতেও চলছে ঈদ পরবর্তী সরকার ঘোষিত কঠোর লকডাউন। যশোর জেলায় করোনা সংক্রমণ ঠেকাতে সংক্রমণের প্রথম দিন থেকেই জেলা প্রশাসন ও জেলা পুলিশ যৌথ ভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৫/০৭/২০২১ খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকায় যশোর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ তমিজুল ইসলাম খান মহোদয়ের নেতৃত্বে জেলা প্রশাসন ও জেলা পুলিশ যৌথভাবে লকডাউন কার্যকর ও সচেতনতা বৃদ্ধির লক্ষে যশোর সদর সহ জেলার প্রতিটি থানা এলাকায় টহল পরিচালনা চলছে। টহলের শুরুতেই সম্মানিত জেলা প্রশাসক মহোদয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, যশোরে করোনা সংক্রমণের হার আগের থেকে অনেকটাই কমে গেছে এবং আমরা আশা করি সরকার ঘোষিত লকডাউন যদি সকলে মেনে চলেন তবে সংক্রমণের হার কিছু দিনের মধ্যে অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে।

জেলা পুলিশের পক্ষ থেকে জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম (অতিরিক্ত পুলিশ সুপার) জেলা বিশেষ শাখা (ডি.এস.বি), যশোর বলেন, জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে সংক্রমণ ঠেকাতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, শহর থেকে গ্রাম পর্যন্ত সচেতনতা বৃদ্ধির লক্ষে আমাদের প্রতিটি বিট অফিসাগণের নেতৃত্বে পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছে।একই সাথে নিজে সুরক্ষিত থাকতে এবং অন্যকে সুরক্ষিত রাখতে সর্বসাধারণকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ ও আহবান জানান। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, “ক” সার্কেল, যশোর, জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগণ, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *