প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ১০:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২০, ৪:৩৩ অপরাহ্ণ
যশোরে যাত্রীবাহী বাসে নারী ধর্ষণ : ধর্ষক মনির আটক

যশোরে যাত্রীবাহী বাসে এক নারী ধর্ষণের শিকার হয়েছে। বেড়ানোর কথা বলে এক যাত্রীকে রাত ৩টার দিকে নির্জন বাসায় নিয়ে গিয়ে ধর্ষন করে এমকে পরিবহনের স্টাফ মনির হোসেন। ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জানাযায়, যশোরের মনিহার বাস টার্মিনাল এলাকায় ধর্ষণের শিকার হয়েছেন ওই নারী। এ ঘটনায় পুলিশ মনির হোসেন নামে একজনকে আটক করেছে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে যশোর অতিরিক্ত পুলিশ সুপার সালাউইদ্দন সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৩টার দিকে এই ঘটনা ঘটেছে। অতিরিক্ত পুলিশ সুপার সালাউইদ্দন সিকদার জানান, যশোরের এমকে পরিবহনের স্টাফ মনির হোসেনের সঙ্গে ভিকটিমের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। ওই নারী রাজশাহী থেকে যশোরে এসে বৃহস্পতিবার রাতে মনিরের সঙ্গে বেড়াতে যান। রাত ৩টার দিকে মনির তাকে এক বাসের মধ্যে ধর্ষণ করে। এরপর বাস টার্মিনাল এলাকার লোকজন পুলিশ ডেকে তাদের ধরিয়ে দেয়।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত