যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে ২৪ ঘণ্টায় ৬০টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এর মধ্যে চারজন চিকিৎসক ও দুজন স্বাস্থ্য কর্মী। যশোরে করোনা পরীক্ষা শুরুর চতুর্থ দিন মঙ্গলবার এসব করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। আগের তিন দিনে ২০৯টি নমুনা পরীক্ষা হলেও করোনা শনাক্ত করতে পারেনি তারা।
যশোর ও নড়াইল সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে যশোরের ৪, নড়াইলের ৫, কুষ্টিয়ার ২ এবং মাগুরা ও মেহেরপুরের একজন করে। নড়াইলের আক্রান্ত পাঁচজনের মধ্যে চারজনই লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক; অপরজন সেখানকার স্বাস্থ্যকর্মী। এ ছাড়া যশোরের বেনাপোল ইমিগ্রেশনে ভারত-ফেরত যাত্রীদের করোনা পরীক্ষার কাজে নিয়োজিত একজন স্বাস্থ্য কর্মীও আক্রান্ত হয়েছেন। সবাইকে বাড়িতে কোয়ারেন্টিন করে রাখা হয়েছে।
যশোর জেলায় এ পর্যন্ত পাঁচজনের শরীরে করোনাভাইরাসের সংক্রামন শনাক্ত হয়েছে। ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে যশোর সদর উপজেলার চূড়ামনকাঠি, চৌগাছা পৌর এলাকার ৮ ও ২ নম্বর ওয়ার্ড ও শার্শা উপজেলার ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা আছেন। এর আগেমনিরামপুর উপজেলায় আরেকজন স্বাস্থ্যকর্মীর শরীরে করোনা শনাক্ত হয়। তিনিও বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন।