যশোরে ডিবি পুলিশের অভিযানে ৫৫ বোতল ফেনসিডিল,৩ বোতল বিদেশি মদ ও ৪০ পিস ইয়াবাসহ ০৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

*অভিযান -০১ গত মঙ্গলবার (২৭ জুলাই ২১ খ্রিঃ) যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডি.বি) এস.আই চন্দ্র কান্ত গাইন, এস.আই শামীম হোসেন, এ.এস.আই রঞ্জন বসুর সমন্বয়ে একটা চৌকস টিম বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১৬:৫৫ ঘটিকায় বেনাপোল পোর্ট থানাধীন ছোটআচঁড়া মোড় ঠাকুর পুকুর সংলগ্ন পাকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মোঃ ফয়সাল শেখ (২২),(২) মোঃ শাহীন শেখ(২০),উভয়পিতা- আঃ মজিদ শেখ,সাং- বড় আঁচড়া,থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরদের ৫০ (পঞ্চাশ) বোতল ফেনসিডিল উদ্ধার সহ গ্রেফতার করেন।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১,৭৫,০০০/= (এক লক্ষ পঁচাত্তর হাজার) টাকা। ১ নং আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে দুইটা মাদক মামলা রয়েছে। *অভিযান -০২ গত মঙ্গলবার (২৭ জুলাই ২১ খ্রিঃ) যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডি.বি) এস.আই ইদ্রিসুর রহমান, এ.এস.আই শ্যামল সরকার, এ.এস.আই নির্মল কুমার ঘোষের সমন্বয়ে একটা চৌকস টিম কেশবপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১৯:৩০ ঘটিকায় কেশবপুর থানাধীন মঙ্গলকোট উত্তরস্থ আসামী ওমর ফারুক (রাব্বির) বসতবাড়ীর সামনের পাকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মোহাম্মদ ওমর ফারুক রাব্বি (২৫),পিতা-মোঃ আব্দূল লতিফ, সাং-মঙ্গলকোর্ট, থানা-কেশবপু্র,জেলা-যশোরকে ০৩ (তিন) বোতল বিদেশী মদ ও ০৫ (পাঁচ) বোতল ফেনসিডিল ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেফতার করেন।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ২২,৫০০/= (বাইশ হাজার পাঁচশত) টাকা। *অভিযান -০৩ গত মঙ্গলবার (২৭ জুলাই ২১ খ্রিঃ) যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডি.বি) এস.আই ইদ্রিসুর রহমান, এ.এস.আই শ্যামল সরকার, এএসআই নির্মল কুমার ঘোষের সমন্বয়ে একটা চৌকস টিম কেশবপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ২১:৪৫ ঘটিকায় কেশবপুর থানাধীন মঙ্গলকোট বাজারস্থ আয়ান মেডিকেল হলের সামনে পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১)মোঃ সবুজ হোসেন(২১), পিতামৃত- শাহজাহান গাজী, (২) মোঃ রাকিবুল ইসলাম হৃদয় (২১), পিতা- মোঃ আব্দুর রাজ্জাক গাজী, উভয়সাং- রাম কৃষ্ণপুর, থানা- কেশবপুরদ্বয়কে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেফতার করেন । উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১২,০০০/= (বার হাজার) টাকা। উদ্ধার সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথকভাবে তিনটি নিয়মিত মামলা রুজু হয়েছে বলে সুএে জানানো হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *