গত সোমবার (০৯ আগস্ট ২১ খ্রিঃ) ডিবি যশোরের এস.আই শাহীনূর রহমান, এ.এস.আই এসএম ফুরকানের সমন্বয়ে একটা চৌকস টিম বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১৭:৫০ ঘটিকায় বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল উত্তরপাড়া সাকিনস্থ গ্রেফতারকৃত আসামীর বসতবাড়ির উঠানের উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মোহাম্মদ হায়দার আলী (৫৮), পিতামৃত- নুরুজ্জামান, সাং- হোল্ডিং নাম্বার ১৩১, বেনাপোল উত্তরপাড়া, থানা- বেনাপোল পোর্ট থানা, জেলা- যশোরকে ৬০ (ষাট) বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ইজিবাইকের মূল্য ৩,৪০,০০০/= (তিন লক্ষ চল্লিশ হাজার) টাকা। এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে সুখে জানানো হয়েছে।