যশোরে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন মিন্টু


আসন্ন ২০ সেপ্টেম্বর যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতিক নৌকা পেতে মনোনয়ন ফরম কিনেছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিন্টু। বুধবার সকালে তিনি দলীয় মনোনয়ন ক্রয় করে বিকালে কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক সায়েম খানের কাছে জমা দেন। এ সময় মেহেদী হাসান মিন্টুর সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুখেন মজুমদার, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, শহর আওয়ামী লীগনেতা লুৎফুল কবীর বিজু, সদস্য ফারুক হোসেন, যবিপ্রবি ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক মাসুদুর রহমান রনি, যবিপ্রবি শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগের সভাপতি শিলা আক্তার, যবিপ্রবি শহীদ মশিয়ুর রহমান হল শাখা সভাপতি বিপ্লব দে শান্ত প্রমুখ।