যশোরের মমনিরামপুরে নাভানা স্পোর্টিং মিনি স্টেডিয়াম নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

যশোরের মনিরামপুর পৌরসভাধীন কামালপুর নাভানা স্পোর্টিং মিনি স্টেডিয়াম নির্মানের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে ৮নং ওয়ার্ড কামালপুর মোহনপুর (আংশিক)কাউন্সিলর পদপ্রার্থী, নাভানা স্পোর্টিং ক্লাবের সভাপতি ইমন আহমেদ হায়দার এই ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। মনিরামপুর পৌরসভাধীন কামালপুর গ্রামের মোহনপুর-নেহালপুর মেইন সড়কের পাশে ১৬৮ শতাংশ জমিতে নাভানা স্পোর্টিং মিনি স্টেডিয়ামের জায়গা নির্ধারণ করা হয়েছে ।

স্থানীয় মৃত হাজের আলী গাজীর জমি দীর্ঘ দিনের জন্য তার উত্তরাধিকারীরাদের কাছ থেকে জমি লীজ নিয়ে নাভানা স্পোর্টিং মিনি স্টেডিয়ামের প্রাথমিক কাজ শুরু করা হয়। জাহাঙ্গীর হোসেন পিয়ার আলী গাজীর চাতাল প্রঙ্গনে স্টেডিয়ামের অবকাঠামো নির্মানের ভিত্তি প্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্বে করেন মনিরামপুর প্রেস ক্লাবের সাবেক প্রচার সম্পাদক ও নাভানা স্পোর্টিং ক্লাবের সাধারন সম্পাদক আলিমুন হোসেন খান।

আলোচনা সভায় প্রধান অতিথি ৮নং ওয়ার্ড কামালপুর মোহনপুর (আংশিক)কাউন্সিলর পদপ্রার্থী,নাভানা স্পোর্টিং ক্লাবের সভাপতি ইমন আহমেদ হায়দার, ৮ নং ওর্য়াড আওয়ামীলীগের সাধারন সম্পাদক কেসমত গাজী, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক ইদ্রিস আলী গাজী, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক জাহাঙ্গীর হোসেন পিয়ার আলী,বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক মারুফ গাজী, প্রবীণ আওয়ামীলীগ নেতা আ:রশিদ,মাহবুর রহমান, রবিউল মাষ্টার, শহিদুল্লাহ, আসাদ, ওর্য়াড আওয়ামী যুবলীগের সহ-সভাপতি শাহীন হোসেন, ওর্য়াড যুবলীগের সাংগঠনিক সম্পাদক রহমত আলী, নাভানা স্পোর্টিং ক্লাবের কোষাধ্যক্ষ রায়হান হোসেন, দপ্তর সম্পাদক হাসানুর, ক্রীড়া সম্পাদক রাশেদুল ইসলাম, ইকবাল হোসেন, হুমায়ুন কবির, জুয়েল হোসেন, আজারুল, রাজু, রকিবুল, এনামুল, তাজমুল, আমিনুর, সোহাগ, আরাফাত, তানবীন,প্রমুখ ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *