যশোরের কেশবপুরে আ’লীগ নেতা হাবিবসহ আন্তঃজেলা চোর সিন্ডিকেটের ৬ সদস্য আটক
যশোরের কেশবপুরে চোরাই মোটরভ্যান ক্রয়-বিক্রয় সিন্ডিকেটের হোতা ওয়ার্ড আ’লীগের সভাপতিসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ৭টি ভ্যান ও ৪টি ব্যাটারী ও ভ্যান বিক্রির নগদ ২৩ হাজার টাকা। সোমবার আটককৃতদের আদালতে সোপর্দ করেছে পুলিশ। থানা পুলিশ জানায়, রোববার বিকেলে শহরের আলতাপোল ধোপাপাড়া এলাকা থেকে পাশ্ববর্তী ডুমুরিয়া উপজেলার মালতিয়া গ্রামের মোশারফ গাজীর ছেলে আন্তঃজলা ভ্যান চোর সিন্ডিকেটের সদস্য আসিফ গাজীকে (২০) ১টি চোরাই ব্যাটারি চালিত ভ্যানসহ পুলিশ গ্রেফতার করে। তার স্বীকারোক্তিতে পুলিশ কেশবপুর শহরের ত্রিমোহিনী সড়কের খাদ্য গুদাম এলাকায় দীর্ঘদিন ধরে পুরানো ভ্যান ক্রয় ও বিক্রয়কারী আ’লীগ নেতা হাবিবুর রহমানের দোকান থেকে ৭টি ভ্যান ও ৪টি ব্যাটারি ও নগদ ২৩ হাজার টাকাসহ পুলিশ তাকে আটক করে। হাবিবুর রহমান পৌরসভার ভোগতী-নরেন্দ্রপুর ২ নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি। তিনি ওই এলাকার ইউসুফ আলীর ছেলে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে চোর সিন্ডিকেটের সদস্য ঝিকরা গ্রামের শাহাজান মোড়ল (৪৫), বসুন্তিয়া গ্রামের রাহাজান সরদার(৩৮), জাহাঙ্গীর সরদার(৫০), ও আনসার আলী সরদারকে আটক করে। মামলার তদন্তকারী কর্মকর্তা কেশবপুর থানার এস আই আজিজুর রহমান বলেন, পৌর শহরের ধোপাপাড়া মসজিদের সামনে থেকে চোরাই ভ্যানসহ প্রথমে আসিফ গাজীকে গেফতারের পর তার স্বীকারোক্তিতে আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমানকে চোরাই ভ্যান ক্রয়-বিক্রয়ের অভিযোগে আটক করা হয়। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ভ্যান চোর আসিফ চোরাই ভ্যান ক্রয়-বিক্রয়ের অভিযোগে হাবিবুর রহমানসহ চোর চক্রের সদস্যসহ মোট ৬ জনকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে।