যবিপ্রবির ল্যাবে যশোরের ৪৪ জনসহ ৭১জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় যবিপ্রবির ল্যাবে যশোর জেলার ৪৪ জনসহ ৭১জনের কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ২১ আগস্ট ২০২০ খ্রি. তারিখ ঘোষিত করোনার টেস্টের ফলাফলে যশোরের ১০৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জনের, মাগুরার ৫৯ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের,নড়াইলের ৪৩ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ২০৮ জনের নমুনা পরীক্ষা করে ৭১ জনের করোনা পজিটিভ এবং ১৩৭ জনের নেগেটিভ ফলাফল এসেছে। যবিপ্রবির ল্যাবের পরীক্ষণ দলের সদস্য ও অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *