যথাযথ মর্যাদায় বরিশালে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন।।

 যথাযথ মর্যাদা এবং নানান আয়োজনের মধ্য দিয়ে বরিশালে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত হয়েছে। বরিশাল সিটি করপোরেশনের সন্মানিত মেয়রসহ সকল ওয়ার্ড কাউন্সিলর ও বিসিসির কর্মচারীবৃন্দ,বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগ এবং নগরীর সকল ওয়ার্ডের দলীয় সভাপতি-সম্পাদকসহ সকল সহযোগী অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ,বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মচারীদের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চের এই দিনটিকে পালন করা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ই মার্চ) সকাল ১০ টায় নগরীর শহীদ সোহেল চত্বরে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যলয় সংলগ্ম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ অব্দুর রব সেরনিয়াবাদের প্রতিকৃতিতে প্রথমে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড.তালুকদার মোঃ ইউনুসের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মাহাবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম), জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সৈয়দ আনিছুর রহমান,অধ্যাপক ফরিদুল আলম,এ্যাড, মুনসুর আহমেদ, মোহাম্মাদ হোসেন চৌধুরী, এ্যাড, আব্দুল কাদের, এ্যাড মুনসুর আহমেদ, অধ্যাপক জাকির হোসেন,মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এ্যাড সাহাব আহমেদ,ফয়জুল হক সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এরপরই বিসিসি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতেৃত্বে বিসিসি প্যানেল মেয়র(০১) গাজী নঈমুল হোসেন লিটু,প্যানেল মেয়র (০২) এ্যাড রফিকুল ইসলাম খোকন,বিসিসি নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক হোসেন সহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারিদের সাথে নিয়ে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য শ্রদ্ধ্যা নিবেদন করে। পরবর্তিতে বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি ও বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড একে.এম জাহাঙ্গীর হোসাইন,সাধারন সম্পাদক ও বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু,হাসান মাহমুদ বাবু,এ্যাড গোলাম সরোয়ার রাজিব,মনির মোল্লাসহ বিভিন্ন মহানগর নেতা কর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, জেলা ও মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ নগরের ওয়ার্ড আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন জানায়। অপরদিকে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যলয়ে ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্দুর ভাষন ও স্বাধীনতা সংগ্রামের তাৎপর্য ধরে আলোচনা সভায় বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ঐতিহাসিক ৭ই মাচ উপলক্ষে মহানগর আওয়ামী লীগের আয়োজনে সোহেল চত্বরসহ নগরীর ত্রিশটি ওয়ার্ডে বঙ্গবন্ধুর ভাষন সম্প্রচার করা হয়। অন্যদিকে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিভাগীয় প্রশাসন,বিএমপি কমিশনার, জেলা প্রশাসনের এর শ্রদ্ধা নিবেদন করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *