আজ থেকে ময়মনসিংহ সিটিতে এক জুলাই পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ ২৫ জুন শুক্রবার ভোর ৬টা থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকাতে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে বলা হয়, করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে জরুরি সেবাখাতগুলো লক ডাউনের আওতার বাইরে থাকবে। এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার জেলাতে মোট ৫৭ জন শনাক্ত হয়েছেন। এর মাঝে সদর উপজেলাতে (সিটিসহ) সনাক্ত হয়েছেন ১৯ জন। মোট পরীক্ষা হয়েছিল ৪৮৮ জনের।