ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে ফাঁসির আসামি মাত্র তিনজন
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আছেন মাত্র তিনজন। উচ্চ আদালতে আপিলের কারণে তিনজনেরই ফাঁসি কার্যক্রম আটকে আছে। আর ফাঁসি সম্পন্নের আগে এই তিনজনকে কনডেম সেলেই থাকতে হচ্ছে। কারা সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে কম ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আছেন ময়মনসিংহ বিভাগে। এই বিভাগের চারটি কারাগারের মধ্যে তিনটি কারাগারে কোনো ফাঁসির আসামি নেই। তবে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত তিনজন আসামি আছেন।
তিনজনই হত্যা মামলার আসামি। ফাঁসির দণ্ডপ্রাপ্ত এ আসামিরা হলেন- ময়মনসিংহ কোতোয়ালি থানার মহজমপুর পূর্বপাড়ার নূরে আলম, মুক্তাগাছার পাইকা শিমুল গ্রামের রফিকুল ইসলাম এবং ফুলবাড়িয়ার কালাদহ দীঘলপাড়ার মনিরুজ্জামান সেলিম। এ বিষয়ে জানতে চাইলে ডিআইজি (প্রিজন্স) জাহাঙ্গীর কবির বলেন, ফাঁসির আদেশ হওয়ার পর থেকেই সংশ্লিষ্ট আসামিকে কারাগারের কনডেম সেলে রাখা হয়। ফাঁসি কার্যকরের আগ পর্যন্ত তিনি ওই সেলেই থাকেন। কোনো আসামির ফাঁসি কার্যকর করতে হলে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ার কারণেই দীর্ঘ সময় ধরে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের কনডেম সেলে রাখা হচ্ছে।