ময়মনসিংহ করোনা ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ করোনা ও উপসর্গে নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহ জেলার তিনজন, নেত্রকোনার দুজন ও জামালপুরের একজন আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত সময়ে মারা যাওয়া সবাই পুরুষ। মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আবদুল কুদ্দুস (৭০), ত্রিশালের সুলতান ব্যাপারী (৭০), ভালুকার শফিকুল ইসলাম (৪০), নেত্রকোনার মদন উপজেলার আলতাবুর রহমান (৭০), কলমাকান্দার রামিম (২৫) ও জামালপুর সদরের খোরশেদ আলী (৭০)। ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের মুখপাত্র মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১০ জনসহ ১শ১০ জন রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে আইসিইউতে পাঁচজন চিকিৎসাধীন। জেলার সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩শ৬০টি নমুনা পরীক্ষায় ২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৯৪ শতাংশ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *