প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৮:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৫, ২০২১, ৫:২২ অপরাহ্ণ
ময়মনসিংহে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর চেক বিতরণ।
ময়মনসিংহে করোনায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৭৫ জন সাংবাদিকের হাতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা দশ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক মুহাম্মদ এনামুল হক।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সহ-সভাপতি এ জেড এম ইমামউদ্দিন মুক্তা, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাররফ হোসেন, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি অমিত রায়সহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত