প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ১২:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২১, ৭:১১ অপরাহ্ণ
ময়মনসিংহে রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার
ময়মনসিংহে রেললাইনের পাশ থেকে আবু রায়হান (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত আবু রায়হান ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সকাল ১০টায় কেওয়াটখালী ভৈরব রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, সকালে স্থানীয় লোকজন দ্বিখণ্ডিত লাশ দেখতে পেয়ে রেলওয়ে থানার পুলিশকে খবর দেন। পরে পুলিশ রেললাইন থেকে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে। পরিবারের অভিযোগ পেলে মামলা এব্যাপারে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত