ময়মনসিংহে ভারতীয় মদসহ ২ মাদক চোরাকারবারী গ্রেফতার।

ময়মনসিংহ জেলা গোয়ান্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় মদসহ ২ মাদক চোরাকারবারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন, কিশোরগঞ্জ বাজিতপুর, ইলুচিয়া বাজারের সুজন ঘোষ (৩৩) ও ময়মনসিংহ নগরীর ১২/ক স্বদেশী বাজার (বাবলা ঘোষ (৬০) এর বাসার ভাড়াটিয়া) তপন পাল (৬০)। ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, আসন্ন শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে আইনশৃংখলা নিয়ন্ত্রণে রাখতে অভিযান চলছে।

এর অংশ হিসেবে আজ মঙ্গলবার ভোরে এস আই কামরুল হাসান সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানার গোলপুকুরপাড় ৩/ক ঈশান চক্রবর্তী রোডের মোয়াজ্জেম হোসেন (৭০)এর বাসার নিচতলায় অভিযান চালিয়ে ৭০ বোতল বিদেশী মদ (এলকোহল) সহ চোরাকারবারী আসামী ৯২, ডিবি রোড রতন পন্ডিত (৫৫) বাসার ভাড়াটিয়া সুজন ঘোষ (৩৩), ও নগরীর ১২/ক স্বদেশী বাজার বাবলা ঘোষ (৬০) এর বাসার ভাড়াটিয়া তপন পাল (৬০)কে গ্রেফতার করা হয়। ৭০ বোতল বিদেশী মদসহ ২ মাদক চোরাকারবারী গ্রেফতারের বিষয়ে কোতোয়ালী মডেল থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম আরো জানান, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান এর নির্দেশে চুরি ডাকাতি, মাদক ও জুয়া মুক্ত ময়মনসিংহ গড়তে নিয়মিত অভিযান চলেছে। এ অভিযান অব্যাহত থাকবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *