প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৬:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২২, ৮:১৪ অপরাহ্ণ
ময়মনসিংহে বহুতল ভবন থেকে পড়ে স্কুল ছাত্রীর মৃত্যু।
ময়মনসিংহে বহুতল ভবন থেকে পড়ে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। শহরে বহুতল ভবন থেকে পড়ে অর্ক প্রিয়া ধর শ্রীজা (১৫) নামে দশম শ্রেনীর এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর দুইটার দিকে ময়মনসিংহ নগরীর ব্যস্ততম এলাকায় স্বদেশী বাজার মোড়ে রাইট পয়েন্ট নামক ১২তলা বহুতল ভবন থেকে পড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত স্কুল ছাত্রী ময়মনসিংহ শহরের একটি বেসরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক স্বপন ধরের কন্যা। সে সরকারি বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত