ময়মনসিংহে নিহত পুলিশ সদস্যদের-স্বরনে পুলিশ মেমোরিয়াল ডে পালিত।

ময়মনসিংহে

ময়মনসিংহে নিহত পুলিশ সদস্যদের স্বরণে পুলিশ মেমোরিয়াল ডে পালিত। পুলিশ লাইনে আজ সোমবার দুপুরে কর্তব্য পালনকালে নিহত পুলিশ সদস্যদের স্মরণে জেলা পুলিশের আয়োজনে পুলিশ মেমোরিয়াল-ডে ২০২১ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি-সংবর্ধনা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামূল হক টিটু। এতে সভাপতিত্ব করেন রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ। সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী।

প্রধান অতিথির ভাষণে মেয়র টিটু বলেন, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে পুলিশ সদস্যরাই সবার আগে স্বাধীনতার জন্য বুকের তাজা রক্ত দিয়েছেন। এ ছাড়া বিভিন্ন সময়ে সহিংস আন্দোলন দমন, জঙ্গিবাদ নির্মূল এবং করোনাকালে পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।

ময়মনসিংহে নিহত পুলিশ সদস্যদের পরিবারের পাশে সিটি কর্পোরেশন সব সময় থাকবে। সভাপতির বক্তব্যে রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ বলেন, গণতন্ত্রের জন্য যখনই আঘাত এসেছে, পুলিশ সদস্যরা সবার আগে এগিয়ে এসেছে।

কর্তব্যকালে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের ক্ষতিপূরণ হবার নয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন পুলিশ সুপার মোহা আহমার উজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান, এনডিসি, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দীন ভূইয়া, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, র্যাব ১৪ অধিনায়ক লে. কর্নেল নাঈম আহমেদ, সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. মো. আল মামুনুল আনসারি, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

আরো বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন, কমিউনিটি পুলিশিংয়ের সহ সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বিকাশ চন্দ্র রায়, ময়মনসিংহ প্রেস কাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, উক্ত অনুষ্ঠানে ৮৭ জন পুলিশ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় ভিবিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *