ময়মনসিংহের তারাকান্দায় জাহানারা হত্যা মামলার ৭ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ । হত্যাকান্ড সংগঠনের ৩ ঘন্টার মধ্যেই বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে এই সাত আসামীকে গ্রেফতার করে থানা পুলিশের সদস্যরা। গ্রেফতারকৃত আসামীরা হলেন বাহেলা গ্রামের মোঃসিদ্দিক খাঁ-র পুত্র রাসেল মিয়া(২৫),মৃত ঈমান হোসেন এর পুত্র মোঃমোবারক(২৫),মৃত লাল হোসেন খাঁ-র পুত্র নিহতের ভাসুর মোঃ সিদ্দিক খাঁ(৫০),মৃত সুরুজ আলীর পুত্র মোঃ আঃবারেক,নূরুল আমিনের পুত্র খাইরুল ইসলাম(২২) ও সুজন মিয়া (২৬),মৃত আঃ হেকিমের পুত্র নূরুল আমিন(৫৫)।
জানাযায়,মঙ্গলবার উপজেলার রামপুর ইউনিয়নের বাহেলা গ্রামে সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন দুইভাই ইদ্রিস আলী এবং সিদ্দিক মিয়া ও তার লোকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে মারা যান ইদ্রিস আলীর স্ত্রী জাহানারা(৪৫)। এ বিষয়ে তারাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান,এই হত্যাকান্ড সংগঠনের পর নিহতের স্বামী ইদ্রিস আলী বাদি হয়ে তারাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।