ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের হাতে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ গ্রেফতার ১৩

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযানে চালি্য়ে সাজাপ্রাপ্ত পলাতকসহ ১৩ জনকে গ্রেফতার করেছে। নগরীর বিভিন্ন এলাকা থেকে শনিবার সকাল পর্যন্ত তাদেরকে গ্রেফতার করে।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃআহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত নগরী গড়তে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এ অভিযানে গত ২৪ ঘন্টায় তেরজনকে গ্রেফতার করা হয়েছে। এর মাঝে সিআর মামলায় মাত্র ৩ মাসের সাজাপ্রাপ্ত বা অল্প সাজা নিয়ে পালিয়ে বেড়ানো দুইজনকে গ্রেফতার করা হয়।

তারা হলো, মোঃ আব্দুল হালিম, পিতা-গিয়াস উদ্দিন ও মোঃ নয়ন। এছাড়া সিআর মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ২ জনকে গ্রেফতার করা হয়। তারা হলো, মোখলেছুর রহমান ও দুলাল মিয়া। অপরদিকে জিআর মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত মোঃ আঃ হাই, রেনু আক্তার, হামিদুল ইসলাম, মোঃ সালাউদ্দিন ও আকলিমা খাতুনকে গ্রেফতার করা হয়। এছাড়া নিয়মিত মামলায় মোঃ সাকিব মিয়াকে গ্রেফতার করা হয়। এর আগে ডাকাতির প্রস্তুতি, গনধর্ষন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় আরো ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা শেষে শনিবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *