ময়মনসিংহে করোনা ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন মহিলা ও একজন পুরুষ। মৃত ৩ জনই ময়মনসিংহের বাসিন্দা। করোনা উপসর্গে মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের রুমা (৩৭), গৌরীপুর উপজেলার মনি আক্তার (৩৫) এবং ঈশ্বরগঞ্জ উপজেলার শফিকুল ইসলাম (৪২)। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডেও মুখপাত্র মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৫ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১ শ ২৮ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ৭ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ৩২ জন হাসপাতাল ছেড়ে গেছেন। এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৪৪ টি নমুনা পরীক্ষায় ২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ৮৪ শতাংশ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *