ময়মনসিংহে করোনায় ও উপসর্গ নিয়ে আরও ১৪ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন করোনায় এবং ১১ জন উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেন। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা গেছেন ময়মনসিংহ সদরের দীপক ভৌমিক (৭২), নেত্রকোনার শাহিদা আক্তার (৫০) ও জামালপুরের নান্দিনার আব্দুল করিম (৫০)। এ ছাড়া ওই সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যান- ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শাহেদুজ্জামান (৮০), ফুলপুরের আব্দুল মাজেদ (৬৫), ঈশ্বরগঞ্জের আবদুল গফুর (৭০), ফুলবাড়িয়ার সুফিয়া খাতুন (১১), শেরপুর সদরের নুরুল ইসলাম (৫২), হোসনে আরা (৭০), গাজীপুর সদরের মফিজ উদ্দিন (৫৫), জামালপুর সদরের ইদ্রিস আলী (৬৫), খায়রুল ইসলাম (৫৫), টাঙ্গাইলের ধনবাড়ির আলমগীর হোসেন (৪২) ও মধুপুরের আবদুল রহিম (৬০)। ডা. মহিউদ্দিন খান মুন আরও বলেন, করোনা ইউনিটে বর্তমানে রেকর্ড সংখ্যক ৪২৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৯৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন।