ময়মনসিংহে এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা

ময়মনসিংহে এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। আকুয়া হাজিবাড়ি এলাকায় নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। উল্লেখ্য, এডিস মশার বিস্তার রোধ ও ডেঙ্গু প্রতিরোধে সম্প্রতি ২৬ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

নির্মাণাধীন ভবন, বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে তা ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনা হচ্ছে। এডিস মশার লার্ভা পাওয়ায় গত ০২ মাসে প্রায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, মাইকিং, লিফলেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণকে সচেতন করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। অভিযানকালে খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, র্যাবের সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *