ময়মনসিংহের হালুয়াঘাটে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত

দুর্ঘটনায়

তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি। হালুয়াঘাটে সড়ক দুঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। ঘঠনাটি ঘঠেছে ময়মনসিংহে জেলার হালুয়াঘাট পৌর শহরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহসান হাবীব আপেল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আহসান হাবীব ফুলপুর উপজেলার ঠাকুরবাখাই গ্রামের সাহেদ আলীর ছেলে। আজ মঙ্গলবার বিকেলে পৌর শহরের উত্তর বাজার শাহজালাল ইসলামী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। আহতদের মধ্যে দুজন মোটরসাইকেল আরোহী এবং অন্যজন ট্রাকের হেলপার। প্রত্যক্ষদর্শীরা জানান, দুজন আরোহী নিয়ে আহসান হাবীব মোটরসাইকেল যোগে পৌর শহরের শাহজালাল ইসলামী ব্যাংকের সামনে এলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুতর আহতবস্থায় হাবীবকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনাস্থল থেকে চালাকসহ ট্রাকটি আটক করা হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *