গফরগাঁওয়ে হত্যা-ডাকাতি পাচ মামলার আসামী গ্রেফতার। ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হত্যা-ডাকাতিসহ পাঁচটি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি দুর্ধর্ষ ডাকাত আবুল কাশেমকে (৪৫) গ্রেপ্তার করেছে।
আজ শুক্রবার বিকালে শ্রীপুর উপজেলার বরমী বাজার এলাকা থেকে গ্রেপ্তার হয়। আবুল কাশেম উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামের কাজিম উদ্দিনের ছেলে।
থানা সূত্রে জানা যায়,আজ শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এএসএস আই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ আবুল কাশেমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, ডাকাত আবুল কাশেমের বিরুদ্ধে হত্যা, একাধিক ডাকাতিসহ পাঁচটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেফতার কৃত আবুল কশেমকে শনিবার জেল-হাজতে প্রেরন করা হবে।