সিলেট রেঞ্জের ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান,বিপিএম (বার) পিপিএম (সেবা) মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয় এবং পুলিশ লাইন্স পরিদর্শন করেছেন।
সোমবার (১৬ অক্টোবর) দুপুরে মাননীয় ডিআইজি মহোদয় মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে পুলিশ সুপার জনাব মোঃ মনজুর রহমান পিপিএম (বার) মহোদয় তাঁকে স্বাগত জানান। এরপর মৌলভীবাজার জেলা পুলিশের একটি চৌকস দল মাননীয় ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে। অভিবাদন গ্রহণ শেষে মাননীয় ডিআইজি মহোদয় পুলিশ সুপারের কার্যালয় ঘুরে দেখেন। তিনি পুলিশ সুপারের কার্যালয়ে চলমান অবকাঠামোগত উন্নয়নকাজ পরিদর্শন করেন।
মাননীয় ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান পুলিশ সুপারের কার্যালয়ের দোতলায় নির্মানাধীন 'বঙ্গবন্ধু কর্নার' ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এরপর মাননীয় ডিআইজি মহোদয় মৌলভীবাজার পুলিশ লাইন্সের গেইটে নির্মাণাধীন 'মুক্তিযুদ্ধের টেরাকোটার' কাজ পরিদর্শন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন;অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদর্শন কুমার রায়,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আজমল হোসেন এবং মৌলভীবাজার জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।