সিলেটের মৌলভীবাজার জেলা শহরে বুধবার (০৪ অক্টোবর) দুপুরে ইসলামী ব্যাংক শাখা হতে ১ লক্ষ ১৬ হাজার টাকা উত্তোলন করে চৌমুহনা উত্তরা ব্যাংকে জমা দেওয়ার পথে সেনুর আক্তার (৪৫) অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারালেন।
ভুক্তভোগী সেনুর আক্তার জানান,'প্রথমে কুসুমবাগ পয়েন্টের ইসলামী ব্যাংকের ভিতরে টাকা উত্তোলন করার সময় ৩ জন অজ্ঞাতনামা মহিলা আমার পাশে বসে থাকে ধাক্কাধাক্কি করে। ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর কুসুমবাগ এস.আর প্লাজার সামনে থেকে উত্তোলনকৃত টাকা চৌমুহনা উত্তরা ব্যাংকে জমা দেওয়ার জন্য টমটম গাড়িতে উঠি।
টমটমের ভিতরে আমার দু'পাশে দুইজন মহিলা বসে চাপাচাপি শুরু করে এবং আমাকে মিথ্যে ভুল-ভাল বলে অন্য মনস্ক করে। একপর্যায়ে ১ জন মহিলা ইচ্ছাকৃতভাবে আমার গায়ের উপর পড়ে এবং আমাকে বলে তাহার নাকি মাথা ব্যথা করতেছে। পরবর্তীতে আমি চৌমহনাতে গিয়ে টমটম গাড়ির ভাড়া দিতে গিয়ে দেখি আমার ব্যাগের চেইন খোলা এবং আমার ব্যাগের ভিতরে থাকা টাকা নাই'।
অনেক খোঁজাখোজির পরও টাকা না পেয়ে সেনুর আক্তার মৌলভীবাজার মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেন।