এম এম ছাদ্দাম হোসেন, ঢাকা প্রতিনিধিঃ
রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে জহুরি মহল্লায় বিহারি ক্যাম্পে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে আগুনের ঘটনার সূত্রপাত হয়। এখনো আগুন লাগার কারণ জানা যায়নি। ওই বস্তিতে ৪০-৫০টি টিনশেড ঘর রয়েছে। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।