তারিখ মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশ এর নির্দেশনায় এস,আই/লিয়াকত আলী এর নেতৃত্বে এ,এসআই/আরিফ হোসেন, এ,এসআই/লিয়াকত আলী, এ,এসআই/তরিকুল ইসলাম, এ,এসআই/শাহিন হোসেন এবং সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী শাহ ইমরান সাগর (৩২) পিতা-মীর মোশারফ হোসেন, গ্রাম-নরসিংহপুর (এ/পি-উত্তর আমবাড়ী) থানা-মোল্লাহাট, জেলা-বাগেরহাটকে মাদকদ্রব্য ২০(বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপদ্দ করা হয়। ইং-০৯/০৮/২০২১ তারিখ মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশ এর নির্দেশনায় এ,এসআই/মোঃ মিজানুর রহমান এবং সংগীয় কনস্টবল/বিপ্লব কুমার ঘোষ সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া পরোয়ানাভূক্ত ০১(এক) আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।