মোল্লাহাট থানা পুলিশের অভিযানে অটোরিক্সা চুরির ঘটনায় ০৩(তিন) জন গ্রেফতার

গোপালগঞ্জ থেকে চুরি হওয়া গরীব অসহায় রিক্সা চালকের অটোরিক্সা উদ্ধার করে দিল মোল্লাহাট থানা পুলিশ। গরীব রিক্সা চালক মোঃ দ্বীন ইসলাম (৩৪), পিতা-মোঃ কালাম মোল্লা, সাং-নলিয়ার চর, থানা-তেরখাদা, জেলা-খুলনা (এ/পি সাং-শান্তিবাগ (ফারুক পুলিশ এর বাড়ি), থানা+জেলা-গোপালগঞ্জ সদর) গত ইং-১৪/০৮/২০২১ তারিখ মোল্লাহাট থানায় আসিয়া জানায় গোপালগঞ্জ তাহার ভাড়া বাসা হইতে তাহার জীবিকার একমাত্র অবলম্বন একটি অটোরিক্সা রাতের আধারে যে কোন সময় অজ্ঞাতনামা চোরেরা চুরি করিয়া নিয়া গিয়াছে এবং সে আরও জানায় উক্ত অটোরিক্সা চুরি করে চোর মোল্লাহাটের দিকে এসেছে| উক্ত সংবাদের ভিত্তিতে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশ এর নেতৃত্বে মোল্লাহাট থানার চৌকস অফিসার ফোর্স রিক্সা চালককে নিয়া অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে চরবাসুড়িয়া এলাকা হইতে একজন সন্ধিগ্ধ কিশোর অপরাধী দিপুকে আটক করে এবং চুরি যাওয়া অটোরিক্সাটি উদ্ধার করে। আটকের পর দিপুকে জিজ্ঞাসাবাদে সে অটোরিক্সা চুরির কথা অকোপটে স্বীকার করে এবং তাহার সহিত আরও দুইজন জড়িত আছে মর্মে জানায়। তখন মোল্লাহাট থানা পুলিশ আরও দুইজন চোরকে গ্রেফতারের জন্য চিরুনি অভিযানে নামে। কিশোর অপরাধী দিপুর দেওয়া তথ্য মতে গ্রেফতার হয় আরও দুই জন চোর। পরবর্তীতে উক্ত চুরির ঘটনায় মোল্লাহাট থানায় একটি চুরি মামলা রুজু হয় এবং অপরাদীদের বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালতে অপরাধীরা অটোরিক্সা চুরির কথা স্বীকার করে। হতভাগা রিক্সা চালক থানা পুলিশের সহায়তায় ফিরে পায় তাহার চুরি যাওয়া অটোরিক্সা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *